পরুস্কার
লিখেছেন লিখেছেন ইসহাক মাসুদ ১২ মার্চ, ২০১৩, ০৯:৫৮:৩১ সকাল
আমার সামনের চেয়ারে বসা আমার এক বন্ধু একটি পত্রিকা পড়ছে। হঠাত দেখি সে হাসতে হাসতে একধম বাঁকা চোকা হচ্ছে আর লু্টোপুটি খাচ্ছে। আমি তাকে জিজ্ঞেস করলাম কি হয়েছে? সে আমার প্রশ্ন শুনে আরো হাসতে লাগলো হাসির বেগে কথাও বলতে পারছিল না। এক সময শান্ত হয়ে বললো দেখ, আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী মানবাধিকার পরুস্কার ফেয়েছে। আমিতো বিস্বয়ে থ। বলিস কি? সে বলল, আরে দেখ না। আমি দেখে যেমন আশ্চার্য হলাম তেমন ভিতরে ভিতরে রেগে গেলাম- দেশটা যাচ্ছে কোথায়? যে ব্যক্তির নির্দেশে একদিনে প্রায় শতাধিক লোকের মৃত্যু তাকে তার আবার মানবাধিকার? মানবাধিকার পরুস্কার? হতেই পারে, যে দেশে একজন পুলিশ একটি দলের চীপহুইফ জয়নাল আবদীন ফারুকে বেদম পেটানি পেটাইছে তাকে পুলিশি পরুস্কার দেয়া হয়েছে, সেদেশে হত্যাকারী, (আমার দৃষ্টিতে) মানবতা বিরোধিকে মানবাধিকার পরুস্কার দেয়া অসম্ভব কি?
বিষয়: বিবিধ
৯৭৩ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন